
রাজশাহী মহানগরী থেকে শুরু করে আশপাশের জেলা ও গ্রামীণ জনপদ—সবখানেই দ্রুত ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার পাল্লা। এক সময় সন্ধ্যা নামলেই উঠোনের আড্ডা, চায়ের দোকানের গল্প ছিল গ্রামীণ জীবনের চেনা দৃশ্য। এখন সেই জায়গা দখল করেছে স্মার্টফোন। লুডু, ক্যাসিনো, স্পিন বা ডাইস— এ ধরনের গেমের আড়ালে বিভিন্ন অ্যাপের